

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম সুফির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল বসুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।