কুষ্টিয়ায় নজরুল স্মরণ সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া রীবন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাজাহান আলী। মুখ্য আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহীনুর রহমান।

 

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে জেলা কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর নুর উদ্দীন আহমেদ ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন ছিলেন। সভা পরিচালনা করেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল হক রাকিব।

 

ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল এর পরিচালক ফেরদৌস খান গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল।

 

আলোচনা শেষে ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *