
কুষ্টিয়া প্রতিনিধি : আমাদের একশ’ বছরের সংগ্রামের যত বিজয় এক ১৫ আগষ্টের নৃশংস হত্যাকান্ডের পর সব বিলীন হয়ে গেছে, বাংলাদেশের পরিচয়টাই পরিবর্তন করার চেষ্টা হয়েছে’ এমন মন্তব্য করে জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২১ আগষ্টে শেখ হাসিনাকে হত্যার জন্য অকল্পনীয় নৃশংস হত্যাকান্ড চালানো হয়। সবাই যখন এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের কথা বলছেন তখন বিএনপি জামায়াত রহস্যজনকভাবে চুপ রয়েছে।
শুধু তাই নয় তারা খুনিদের আড়াল করতে সাফাই গাইছে। ইনু বলেন, বাংলাদেশ এখনও নিরাপদ বা বিপদমুক্ত নয়, এখনও এই ধরনের হত্যাকান্ডের ঘটনার চক্রান্ত অব্যাহত আছে। মাঝে মাঝে জঙ্গী সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে সরকার গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার জন্য ২৪ ঘন্টা সতর্ক আছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.