ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুইচ সহজতর করছে মেটা

অনলাইন ডেস্ক :

 

ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সুইচ সহজতর করতে চাচ্ছে মেটা। এজন্য অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবে একটি নতুন ইন্টারফেস চালুরও প্রস্তুতি নিয়েছে তারা। 

 

এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে একই অ্যাকাউন্টে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যক্তির পরিচয়ের তথ্যগুলো যোগ করতে হবে।

 

এরপর ফোনের হোম স্ক্রিনে মাল্টিটাস্কিং মেনু অথবা অ্যাপ ড্রয়ারে নেভিগেট না করে দুটি অ্যাপের মধ্যে সুইচ করতে ফিচারটি ব্যবহার করা যাবে।

 

এদিকে ইন্টারফেসটি সব নোটিফিকেশন এক জায়গায় দেখতে সহায়তাও করবে। একই সঙ্গে মেটা অ্যান্ড্রয়েড ও আইওএসে রিডিজাইন লগইন এবং অনবোর্ডিং অভিজ্ঞতা চালুর প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *