কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় শিশুসহ আরো ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে

মো : আরমান শেখ : গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরো ১৮ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ১৮ জন রোগী ভর্তি হয়। বর্তমান এই হাসপাতালে ০৮জন শিশুসহ মোট ৫৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ৪৩৮ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৩৮৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিনই শিশুসহ সব বয়সের মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। এই সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কিছুটা হিমশিম খেতে হলেও আমরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কুষ্টিয়ায় এখনো পর্যন্ত কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত ৭ জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *