Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ট্রাম্প ভারতের কড়া সমালোচনা করলেন !

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রশংসা করে ভারতের কড়া সমালোচনা করেছেন।  

বুধবারে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী যুদ্ধে কিছুটা হলেও সহায়তা করেছে। তবে ভারত একদমই করছে না। এটি কিন্তু ঠিক নয়।আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, ইরান, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। পাকিস্তান নিজেদের সীমার মধ্যে হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারত তেমন ভূমিকা পালন করছে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।

Exit mobile version