Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম

অনলাইন ডেস্ক :

 

বোতলজাত সয়াবিন তেল ১ লিটার ১৭৮ এবং ৫ লিটারের দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (৪ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

নতুন দাম অনুযায়ী, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে বিক্রি হবে ১৭৮ টাকায় যা এখন বিক্রি হচ্ছে ১৯২ টাকায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮০ টাকা যা এখন বাজারে বিক্রি হচ্ছে ৯৪৫ টাকায়।

এর আগে চলতি বছরের (২৩ আগস্ট) মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়ানো হয়েছিলো।

 

সে সময় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

 

এর আগেও ৯ জুন ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম। আরও আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে।

Exit mobile version