Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আজ মহানবমী, কাল শেষ হচ্ছে দুর্গোৎসব

অনলাইন ডেস্ক :

 

আজ মঙ্গলবার মহানবমী। সকাল সাড়ে ৬টায় নবমী পূজা শুরু হবে। পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল সাড়ে ১০টায়। ভক্তদের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ।

এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।

 

নবমী নিশীথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয়। এসব বিবেচনা করে অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি লোকায়ত ভাবনায় ভাবিত থাকে মন। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।

Exit mobile version