রাজবাড়ী প্রতিনিধি :
সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজায় মণ্ডপে মণ্ডপে উপহার পাঠাচ্ছেন রাজবাড়ী জেলা পুলিশ। উৎসবমুখর পরিবেশে এই উৎসব উদযাপনের লক্ষে নিশ্চিদ্র নিরাপত্তার নিশ্চিতের পাশাপাশি জেলা পুলিশের এমন উপহারে খুশি হয়েছেন সনাতন সম্প্রদায়ের মানুষ। রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান যেসকল দুর্গা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্রকারের ফল-মিষ্টি নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রাজবাড়ীতে ৪৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার জেলা সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন। সবগুলো মন্দিরের পূজারি ও ভক্তবৃন্দের জন্য ফল-মিষ্টি উপহার নিয়ে যাচ্ছেন। পুলিশের এমন উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যাপক-উৎসাহ উদ্দীপনা সৃষ্টি সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার রাতে জেলার পৌরসভার টিএন্ডটি পাড়া দুর্গা মণ্ডপে উপহার সামগ্রী নিয়ে যান জেলার পুলিশ সুপার। পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাগত জানান মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সদর উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সরকার বলেন, এবারের দুর্গা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডে আমরা খুশি। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ দায়িত্ব পালন করছেন। সেই সাথে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ অনান্য পুলিশ সদস্য কাজ করছেন। এর মধ্যে মণ্ডপে মণ্ডপে পুলিশের ফল-মিষ্টি উপহারে পূজারিরা খুব খুশি হয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বাংলাদেশে প্রতিটি মানুষের পালনে পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করে। পেশাগত দায়িত্বের পাশাপাশি অনেক মানবিক কাজ পুলিশ সদস্যরা করে যাচ্ছেন। সেই জায়গা থেকে মণ্ডপে মণ্ডপে পুলিশের পক্ষ থেকে উপহার নিয়ে যাওয়া।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.