কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ২৬ বোতল ফেনসিডিল ও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ইসমত (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
২২ অক্টোবর, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত লোকমান খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল ও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইসমতকে আটক করে। উদ্ধার করা মাদকের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। মাদক আইনে মামলা করে আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।