নিউজ ডেস্ক:
কুষ্টিয়ার CCIU কর্তৃক দেশ ও প্রবাসের সংঘবদ্ধ মানব পাচার চক্রের রহস্য উদঘাটন ও আসামি আটক
শনিবার (২২ অক্টোবর, ২০২২) দুপুর ১২ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মিডিয়া ব্রিফিংয়ে বলেন, মানব পাচার সংক্রান্তে বাদী হয়ে মোঃ আব্দুস সামাদ (৪৮), পিতা – মৃত সামছুদ্দিন প্রমানিক, সাং – সাদীপুর, থানা- দৌলতপুর জেলা কুষ্টিয়া, আসামি (১)রেজাউল করিম হিমেল, পিতা – হাবিল সর্দার, গ্রাম- দৌলতখালী, সরদারপাড়া, থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া (২) মোঃ সোভন হোসেন (৪০), পিতা- মোঃ ইদ্রিস আলী, গ্রাম- চাঁদপুর থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদহ (বর্তমানে কম্বোডিয়া প্রবাসী) (৩) মোঃ ইদ্রিস মন্ডল (৪৭), পিতা- চৌধর মন্ডল, গ্রাম- চাঁদপুর থানা, শৈলকূপা, জেলা- ঝিনাইদহ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন এর বিরুদ্ধে আসামি করে থানায় এজাহার দিলে দৌলতপুর থানার মামলা নম্বর ৩১ তারিখ ১৯/১০ /২০২২, ধারা ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/৯/১০ রুজু করা হয়। মানব পাচারের ঘটনা সংক্রান্তে পুলিশ সুপার কুষ্টিয়ার প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধান মোতাবেক কুষ্টিয়া জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (CCIU) ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আনিসুল ইসলাম এর নের্তৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয়-পূর্বক দেশ ও প্রবাসের সংঘবদ্ধ মানব মানব পাচারের সাথে সক্রিয়ভাবে জড়িত চক্রের রহস্য উদঘাটন ও ২জন আসামি আটক করেন। আটকৃত আসামিরা হলেন (১)মোঃ রেজাউল করিম হিমেল (এজাহার নামীয়) এবং অজ্ঞাতনামা আসামিদের মধ্য হতে (২)মোহাম্মদ পারভেজ রানা (২৭), পিতা মোঃ রফিকুল ইসলাম, সাং- মাদিয়া, ত্রিমোহনী পাড়া, থানা- দৌলতপুর কুষ্টিয়া দ্বয়কে Earth international Ltd, house no 04, Road no -1/A, Block – j, Baridhara, Vatara, Dhaka হতে আটক করা হয়।