Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে ১০ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ীতে দোলন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে ১৬ অক্টোবর (রবিবার) হামলা করে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় দোলান পাংশা মডেল থানায় দ্রুত বিচার আইনে এজাহার নামীয় দুই আসামি সহ অজ্ঞাত এক আসামির নামে মামলা দায়ের করেন। গতকাল অভিযান চালিয়ে মো. খালিদ বিন ওয়ালিদ নামে এক আসামিকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ। ওয়ালিদ পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের মো. আজিজুল মন্ডলের ছেলে। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার সকালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৬ অক্টোবর দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকা থেকে একটি মোটরসাইকেলে তিন যুবক দোলন চক্রবর্তীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এই ঘটনা বুঝতে পেরে একজন মাইক্রোবাস চালক রাস্তা ব্যারিকেড দেয়। ঘটনার সময় পাশে থাকা পুলিশ সদস্য মো. মিজানুর রহমান এগিয়ে আসেন। এরপর টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় তিন ছিনতাইকারী। এ ঘটনার পর দোলন পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা মো. খালিদ বিন ওয়ালিদ নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version