এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি:
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর”এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ বৃহস্পতিবার যশোরের শার্শায় পালিত হয়েছে শিক্ষক দিবস।
দিবসটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ প্রমুখ।