
লিটন কুমার বিশ্বাস : কুষ্টিয়ায় মহা ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউরমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাশ্মশান মন্দিরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জর্জ কোটের পিপি অনুপ কুমার নন্দী সহ বিশিষ্ট জনেরা শোভা যাত্রায় যোগ দেন। এছাড়া শোভা যাত্রায়অংশ গ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোররা হিন্দু পৌর নিক কাহিনীর বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলেন তাদের বর্ণাঢ্য সাজ-সজ্জায়।