টেকনাফে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ

নিউজ ডেস্ক:

 

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও এনার্জি ড্রিংক জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্নাভ এর নেতৃত্বে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে জালিয়াপাড়ার প্যারা বনের ভিতরে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৬০০ ক্যান বিয়ার, ৮ বোতল বিদেশি মদ এবং ২০০ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক জব্দ করা হয়।

 

তিনি আরও জানান,জব্দকৃত বিদেশী মদ, বিয়ার ও এনার্জি ড্রিংকগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *