Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

হরিণাকুন্ডুতে যুবককে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভালকী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কৃষকেরা মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে ওই গ্রামের জসিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জসিম হরিণাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের নবিজ উদ্দীনের ছেলে।

 

এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয় জসিম উদ্দিন। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

 

হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল  ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জসিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

Exit mobile version