Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফুটবল বিশ্বকাপে যেভাবে থাকছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

 

আসন্ন কাতার বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না করলেও গর্বের পোশাক শিল্প জার্সি পাঠিয়ে এই আসরে থাকছে বাংলাদেশ। চট্টগ্রামের সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ছয় লাখ জার্সি পাঠিয়েছে মস্কোর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

 

জানা যায়, মস্কোভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পোর্টস মাস্টার’-এর মাধ্যমে এসব জার্সি বাংলাদেশ থেকে রপ্তানি হয়। গত ফেব্রুয়ারি এবং মার্চে এই জার্সি রাশিয়ায় পাঠিয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

 

সনেট টেক্সটাইল ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন বলেন, আগের বিশ্বকাপে রাশিয়ায় বেশ কিছু জার্সি পাঠালেও এবার এটা দ্বিগুন হয়েছে গত ১০ বছর ধরে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে আমার প্রতিষ্ঠান।

 

তিনি জানান, সনেট টেক্সটাইল উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে থাকে। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় স্পোটর্স ওয়ার, জ্যাকেট অন্তবাস রপ্তানি করে থাকে। শুধু রাশিয়ার বাজারেই বছরে ৭০ হাজার পিস পোশাক রপ্তানি করে।

Exit mobile version