Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কবিতা : আর্তনাদ

কবি: রিপন গুণ  

 

দুঃখের সাথে পাল্লা দিয়ে-জীবন কাটাচ্ছি কোনরকম
শিশুকাল থেকে, দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছি 
আর্তনাদ শুধু সম্বল।

গরীব হয়ে স্বপ্ন দেখি, করব কতই কাজ
আফসোস করে ভাবি মনে মনে –
পড়ালেখা করতাম যদি, কতো সম্মান পেতাম আজ।

 

ক্ষুধার জ্বালায় গরীবের স্বপ্ন, বিলীন হয়ে যায়
গরীব আমরা, স্বপ্ন আমাদের দেখার অধিকার নাই,
তাইতো, বিত্তশালীর কাছে সাহায্যের হাত বাড়াই।

গরীব হয়ে জন্মেছি, এই পৃথিবীর বুকে
অবহেলা, অপমান, লাঞ্ছনা আর ঘাড় ধাক্কা খেয়ে-
বেঁচে আছি কোনরকম নিষ্ঠুর সমাজের বুকে।

 

গরীব হয়ে জন্মানো’ই বুঝি, দোষ ছিল আমার
দু’বেলা দুমুঠো খাবারের জন্য করি আর্তনাদ
বাবা হয়ে, অনাহারী ছোট্ট শিশুটির মুখে –
তুলে দিতে পারিনা দুমুঠো ভাত।

 

মাথা গুজার হয় না ঠাঁই- শীত কিংবা গরমে
কোনরকম গা-হেলে পড়ে থাকি-
ফুটপাত কিংবা প্লাটফর্মে নিজের বানানো বিছানায়।

 

ক্ষুধার জ্বালায় ভাতের খোঁজে
কেউ করি ভিক্ষা আবার কেউবা করি চুরি,
অনাহারে-অর্ধাহারে জীবন কাটে, দুঃখের সাথে লড়ে।

 

কষ্টে ভরা জীবনের প্রভাত গুলো, রাঙিয়ে উঠে না আজ
ভুলে গেছি দেখতে আজ, নব সূর্যের আলোকিত প্রভাত
ঘুম থেকে জেগেই ছুটে চলি, খাবারের সন্ধানে।

 

অন্ন, বস্ত্র, বাসস্থান…….!
সবকিছুর জন্যই, আর্তনাদই শুধু সম্বল।

Exit mobile version