বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে সাইকেলে থাকা ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
আটক ইমানুর রহমান (১৯) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের দৌলতপুর-পুটখালি সড়কের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর পুটখালি সড়ক দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে একটি বাইসাইকেলসহ গতি রোধ করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে ওই বাইসাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে সেট করা অবস্থায় ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।