বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার সভাপতি ইনফান্তিনো

অনলাইন ডেস্ক :

 

আরও চার বছর ফিফা সভাপতির দায়িত্ব পালন করবেন জিয়ান্নি ইনফান্তিনো। এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো।

 

ফিফার বিবৃতি অনুযায়ী, গত বুধবার ছিল ডেডলাইন। একমাত্র ব্যক্তি হিসেবে নিজের নাম দিয়েছেন ইনফান্তিনো। কনমেবল, এএফসি ও সিএফ সবারই সমর্থন পেয়েছেন তিনি।

 

ইনফান্তিনো বলেন, ‘ফিফার ২০০ সদস্য, ছয় ফেডারেশনর সবাইকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন দিয়েছেন। বিশ্ব ফুটবলের জন্য আরও চার বছর কাজ করতে পারব দেখে নিজে খুব সম্মানিত বোধ করছি।’

 

এর আগে ২০১৬ সালে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ফাইনাল রাউন্ডে হারিয়ে তিন বছরের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন  ইনফান্তিনো। এরপর ২০১৮ বিশ্বকাপের পর ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *