কুষ্টিয়ার দুই গ্রামজুড়ে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা

নিউজ ডেস্ক:

 

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় পছন্দের ফুটবল দলের প্রতি সমর্থন ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাতে প্রায় এক হাজার ৯০০ হাত পতাকা টানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা।

 

প্রায় এক মাস ধরে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাঁখিয়া ও খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ সীমান্তবর্তী এলাকার গ্রামীণ সড়কের দুপাশের গাছ ও খুঁটির সাথে টানানো হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। তবে পতাকা টানানো নিয়ে চলছে সমর্থদের মধ্যে তুমুল প্রতিযোগিতা। ব্রাজিল ২০ হাত বাড়ালে আর্জেন্টিনা সমর্থকরা পতাকা বাড়াচ্ছেন ৪০ হাত। এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা জানে নেই স্বয়ং আয়োজকদের।

 

অপরদিকে, গ্রাম জুড়ে এমন পতাকা টানানোর খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ গোপগ্রামে ছুটে আসছেন এক নজর এই পতাকা দেখতে। কেউবা স্মার্টফোনের সেলফি ক্যামেরায় স্মৃতি সংরক্ষণ করছেন।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ অতি সন্নিকটে। এরই মধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের দর্শক ও সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উল্লাস-উদ্দীপনা। তবে এ উৎসবের কোনো কমতি রাখেনি গোপগ্রাম-বাকচি সাতপাঁখিয়া ফুটবল ভক্ত অনুরাগীরাও।

 

নিজের পছন্দের ফুটবল দলকে জানান দিতে এবং দলের প্রতি সমর্থন ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এখানকার ফুটবল প্রেমীরা ব্যানার, ফেস্টুন, বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনসহ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ কাজের অংশ হিসেবেই তারা প্রায় এক হাজার ৯০০ হাত পতাকা টানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তন্মধ্যে ব্রাজিলের পতাকা প্রায় ৮৫০ হাত। আর ব্রাজিল সমর্থকদের হারিয়ে দিতে আর্জেন্টিনার সমর্থকরা টানিয়েছেন প্রায় ১০৫০ হাত পতাকা। ২০১০ সাল থেকে এলাকাবাসী এমন পতাকার আয়োজন করে আসছেন।

 

স্থানীয় চা বিক্রেতা আলাউদ্দিন বলেন, ‘একমাস আগে থেকেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কে হারবে আর কে জিতবে এ নিয়ে চলছে চরম তর্ক-বিতর্ক। এখন পতাকা টানানোর প্রতিযোগিতা চলছে। তবে তর্ক-বিতর্ক হলেও কোনো মারামারি ঝামেলা হয় না।’

 

আর্জেন্টিনা সমর্থক শামীম বলেন, ‘এবছর প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াররা ভালো খেলছে। আশা করছি ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আমরায় কাপ নিবো।’

 

অপরদিকে, ব্রাজিলের সমর্থক রাশিদুল বলেন, ‘আমরা পাঁচ বারের চ্যাম্পিয়ন। এবারো আমরায় কাপ নিবো। তবে ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্জেন্টিনাকে দেখতে চাই।’

 

ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর সভাপতি হাফিজুর রহমান। তিনি পেশায় একজন মুদি দোকানী। তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এখানে দুই দলের সমর্থকদের মাঝে পতাকা টানানোর প্রতিযোগিতা চলে আসছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা এক হাজার ৫০ হাত পতাকা টানিয়েছে। ব্রাজিল বাড়ালে আমরাও বাড়াবো।’

 

ব্রাজিল সমর্থকদের সভাপতি রনি মোল্লা বলেন, ‘বিশ্বকাপ নিয়ে চরম আনন্দ উৎসব চলছে এই এলাকায়। এখন পর্যন্ত ব্রাজিল প্রায় ৮৫০ হাত পতাকা টানিয়েছে। আরও বাড়ানো হবে।’

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘যার যার পছন্দের দল সেই সেই সমর্থন করবে। কিন্তু এ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোন অবনতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *