টঙ্গীতে তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক :

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ইকবাল-এর আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে আলমি শূরার (মাওলানা জোবায়েরপন্থী) তিন দিনব্যাপী জোড় ইজতেমা। আগামী রবিবার মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এপর্বের জোড় ইজতেমা।

 

সোমবার বিদেশি সাথীদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় একদিন আগেই জোড় শুরু হয়েছে। আয়োজক কমিটির মুরুব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদি, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার সাথীদের নিয়ে এই জোড় শুরু হয়েছে। আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেড এবং টিনসেডের বাইরে অবস্থান নিয়েছেন।

 

মোনাজাত শেষে  মুরুব্বিদের পরামর্শ অনুযায়ী দেশ-বিদেশে তাবলীগের দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন চিল্লাধারী সাথীরা। বৃহস্পতিবার বাদ জোহর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আ’ম বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক।

 

বাদ মাগরিব বয়ান করেন পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশী। গাজীপুরের কাপাশিয়া এলাকা থেকে ইজতেমায় আসা এক মুরব্বি আ. বাতেন(৬০) বলেন, জোড় ইজতেমা শেষে চিল্লায় বেরিয়ে পড়বে তারা। কেউ এক চিল্লা, কেউ দুই চিল্লা আবার কেউ তিন চিল্লায় দিনের মেহনতে বেরিয়ে যাবেন।

 

এব্যাপারে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শূরার তত্ত্বাবধানে তিন দিনের জোড় শুরু হয়েছে। আগামী রবিবার মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে। বিদেশি মেহমানদের ফ্লাইট সোমবার। তাই শুক্রবারের পরিবর্তে একদিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়েছে। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগত মুসল্লিদের সেবায় থানা পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে মনিটরিং করা হচ্ছে। কমিশনার স্যারের নির্দেশে ২৪ ঘণ্টা সেবা দেবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *