
কুষ্টিয়া প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ও গণ মাধ্যম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউস রহমান সোহাগের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হারুন অর রশিদ আসকারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির।