অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ব্রাজিল। হেক্সা জয়ের লক্ষ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে এসেছে সেলেসাওরা। আজ রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। আজ দলে ফিরেই গোল করেছে নেইমারের। এই মুহূর্তে ব্রাজিলের ডাবল লিড। এর আগে, ম্যাচ শুরুর ৭ মিনিটেই প্রথম গোল করে ব্রাজিল।
সপ্তম মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে স্কোরশিটে নাম তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ম্যাচের ১১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে সহজের বল জালে জড়ান তিনি।
ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।