বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের লকু পশ্চিম কলোনির খলিলের ছেলে ফিরোজ (৩০), উপর পোঁওতার মন্টুর ছেলে রবিন (৩৩), নওগাঁ সদরের বোয়ালিয়া মন্ডলপাড়া গ্রামের উজ্জলের ছেলে বাপ্পী (২২) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের কাইয়ুমের ছেলে ইমন (১৯)। বুধবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় উল্লেখিত জুয়াড়ীদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।