নেইমারকে যে বার্তা দিলেন আবেগী পেলে

অনলাইন ডেস্ক :

 

ক্রোয়েশিয়ার কাছে হারের রাতেই পেলেকে ছুঁয়েছেন নেইমার। দুজনের গোলসংখ্যা এখন ৭৭।

 

হাসপাতালের বিছানায় শুয়ে ব্রাজিলের লড়াই দেখেছেন পেলে। নেইমারকে তিনি জানিয়েছেন অভিনন্দন।

 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমারের উদ্দেশে পেলে লিখেছেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি। দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। ক্রীড়াবিদ হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যাপার মানুষকে অনুপ্রাণিত করা।’

 

ব্যথিত পেলে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দিনটি (গতকাল) আমাদের জন্য সুখকর ছিল না। তবে তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়।’

 

২০২৬ বিশ্বকাপ দূরের কথা নেইমার ব্রাজিলের হয়ে আর খেলবেন কি না, সেই নিশ্চয়তাও দেননি।

 

পেলে বলেছেন ‘আমি এখন ৮২ বছরের বুড়ো। তোমাকে শুরু থেকে যেভাবে উৎসাহিত করে এসেছি, এখনো সেভাবেই করছি। এটা তোমাকে এত দূর নিয়ে এসেছে। তার চেয়েও বড় কথা, তোমার অর্জন লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে। তারা তোমাকে অনুসরণ করে। যা অসম্ভব মনে হয়, সেটা সম্ভব করার চ্যালেঞ্জ নিতে চায়।’

 

নেইমারের দায়িত্ব শেষ হয়নি মনে করিয়ে দিলেন পেলে। তিনি বলেন ‘তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি। আমাদের অনুপ্রাণিত করতে থাকো। তোমার প্রতিটি গোলের আনন্দে শূন্যে ঘুষি মারতেই থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *