Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে ইট বোঝায় ট্রলি চাপায় আরিয়ার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

সে ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মাফিজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

 

স্থানীয়রা জানান, সকালে কচুয়াদহ গ্রামে নিহত আরিয়ানের বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এমন সময় ইট বোঝায় একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, নিহত ওই শিশু তার বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এমন সময় ইট বোঝায় ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুত্ব আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মিরপুর থানার ওসি রাশেদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version