কুষ্টিয়া প্রতিনিধি : শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে
কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা বলেন, ইতোমধ্যে সদর উপজেলার শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদারস ফোরাম গঠন করা হয়েছে; বিদ্যালয় ও শিক্ষা সংশ্লিষ্ট সকল কার্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ হরা হচ্ছে। সোমবার সকালে সনাক অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষ তথা শিক্ষকবৃন্দ, শিক্ষা অধিদপ্তরের কর্মীবৃন্দর পাশাপাশি অভিভাবক বিশেষত মায়েদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
মায়েরা সচেতন হলেই শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন হবে, শিক্ষার্থীবৃন্দ বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে পড়াশোনার প্রতি যন্তবান হবে ফলশ্রুতিতে শিক্ষার সার্বিক মানোন্নয়ন সম্ভব হবে। তিনি টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত একটিভ মাদারস ফোরাম সদস্যবৃন্দের সক্রিয়করণে টিআইবি’র গাইডলাইন প্রতিপালন এবং মনিটরিং ভিজিটকালীন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের তা তদারক করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করার জন্যে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং সনাক সদস্যদের ব্যক্তিগত সহায়তা অন্তত পক্ষে ১০টি বিদ্যালয়ে সততা স্টোর গড়ে তোলা হবে যেখানে সনাক কুষ্টিয়া ও টিআইবি অফিস প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।
সনাক সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য মো: রফিকুল আলম টুকু, মো: খলিলুর রহমান মজু, সহকারী শিক্ষা অফিসার মোহা: হাফিজুর রহমান, মো: আনোয়ার হোসেন, মো: হাবিবুর রহমান, নাহিদ আকবর প্রমুখ। টিআইবি এর এরিয়া ম্যানেজার মো: আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিসারবৃন্দ, সনাক, স্বজন গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবি এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।