কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে হেরোইনসহ আটক ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে হেরোইন ও ভারতীয় মোবাইল ফোনের সিমসহ ফরাজ মন্ডল (৪০) এবং বিশ্ব মন্ডল (৪০) নামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি।

 

১৮ ডিসেম্বর, রবিবার দুপুরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার সীমান্ত থেকে ওই দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

আটককৃত মাদক পাচারকারীরা একই ইউনিয়নের ইনসাফনগর গ্রামের মৃত আজুল মন্ডল ও আব্দুল বারিক মন্ডলের ছেলে।

 

বিজিবি সূত্র জানায়, ১৫৫/৩-এস সীমান্ত পিলার হতে ৬০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল মোহাম্মদপুর বাজার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় ৮ মিলি গ্রাম হেরোইন, ১টি ভারতীয় মোবাইল ফোনের সিম ও মাদক পাচারে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ ফরাজ মন্ডল ও বিশ্ব মন্ডল নামের দুই মাদক পাচারকারীদের আটক করে। পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মোটরসাইকেলের সম্ভাব্য মূল্য ৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা। রবিবার দুপুরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *