অনলাইন ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারতের কঠোর আচরণের মধেই নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফলে মুসলিম দেশটির কঠোর সমালোচনা করছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তখন মোদীর হতে ওঠা আমিরাতে সম্মাননা মোটেও মেনে নিতে পারছে না ইসলামাবাদ।এবার দেশটির প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা ড. ফিরদৌস আশিক আওয়ান বলেন, আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ স্বার্থপরতার কারণে সেই ইস্যুকে এড়িয়ে যাচ্ছে।
কাশ্মিরীদের উপর অত্যাচারের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান পাকিস্তানের এই কর্মকর্তা।
নরেন্দ্র মোদীর হাতে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখায় শনিবার মোদীকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।