নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় “দিগন্ত সংঘ” এর ২০তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮ টায় “দিগন্ত সংঘ” পূজা কমিটি পূর্ব মিলপাড়া, কুষ্টিয়া এর আয়োজনে ২০তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার গৌরব চাকী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুষ্টিয়ার সদর শাখার সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু কিশোর কুমার ঘোষ (জগৎ) কাউন্সিলর ১০ন; ওয়ার্ড কুষ্টিয়া পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন খান সাবেক কাউন্সিলর ১০ন; ওয়ার্ড ও বিশিষ্ট সমাজসেবক, খান মো: ওহায়েদ রনি, তুহিন চাকি বিশিষ্ট সমাজসেবক, অরুন বাগচী বাপ্পি, বাবু পলান বিশ্বাস আহবাহক, কাউন্সিলর বাস্তবায়ন কমিটি ।
আরও উপস্থিত ছিলেন, “দিগন্ত সংঘ” পূজা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, ও পূজা কমিটির সদস্যগণ, শোভন কুমার পাল, দিলীপ চৌধুরী, উত্তম কুমার চক্রবর্তী (ঠাকুর), অমিত, কালা চক্রবর্তী , সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।