অনলাইন ডেস্ক :
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নওগাঁর বালুডাঙ্গা কনভেনশন সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান বলেন, বাজুস প্রতিষ্ঠার পরে এই প্রথম এমন একজন আন্তরিক প্রেসিডেন্ট পেয়ছি। প্রেসিডেন্ট চান, বাংলাদেশের সব ব্যবসায়ীরা এক সঙ্গে মিলেমিশে ব্যবসা করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। স্বর্ণ ব্যবসায়ীদের কেউ যাতে স্বর্ণ চোরাকারবারি না বলতে পারে এ জন্যই আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কার্যনির্বাহী সদস্য ও সদস্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস এখন সারা বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। দেশে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্টের হাত শক্তিশালী করতে হবে। তাহলে আমাদের সকল সমস্যা সমাধান হবে।