চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেওয়া একটি ভুসির বস্তা থেকে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় অজ্ঞাত পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে ঝাঁঝাঁডাঙ্গা গ্রাম দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সীমান্তের ৭৮/৬-আর পিলারের ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবি একটি ব্যাটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যেতে দেখে তার গতিরোধ করে। বিজিবির অবস্থান বুঝতে পেরে ভ্যানে থাকা কয়েক আরোহীর মধ্যে একজন পালিয়ে যায়। এ সময় ভ্যানে থাকা একটি ভুসির বস্তা তল্লাশি করে তার মধ্যে ১০টি সোনার বার পাওয়া যায়।
বিজিবি পরিচালক আরও জানান, আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.