Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গাবাসী অতি তীব্র তাপপ্রবাহের কবলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

৯ বছরের রেকর্ড ভেঙে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। 

 

শনিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।

 

ভ্যানচালক মুকুল মন্ডল বলেন, রোদের তেজে ভ্যান নিয়ে রাস্তায় যাওয়া যাচ্ছে না। ভাড়া নিয়ে বাইরে গেলে গায়ের চামড়া পুড়ের যাচ্ছে। ঘন ঘন পানি খেয়েও তেষ্টা মিটছে না।

 

দিনমজুর সিনা বিশ্বাস বলেন, কাজ না করলে খাবার জুটছে না। আবার গরমের মধ্যে কাজে গেলে শরীর খারাপ হচ্ছে। গরীবের সব দিকেই অসুবিধা।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ইতিমধ্যেই চুয়াডাঙ্গার তাপপ্রবাহ ৯ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এর আগে ২০১৪ সালে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত বছর ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ বছর ইতিমধ্যে (শুক্রবার) ৪১ দশমিক ৭ এবং শনিবার ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হলো।

Exit mobile version