Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নেইমারের দিকে তাকিয়ে পিএসজি কোচ

নিউজ ডেস্ক : নাটকীয়তার শেষে এখনও সেই পিএসজিতে আটকে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এমন পরিস্থিতিতে ম্যাচেও খেলানো হচ্ছে না তাকে। ছিলেন না লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে পিএসজির ৪-০ গোলের সর্বশেষ জয়ের ম্যাচেও।

অন্যদিকে, এ ম্যাচে খেলতে গিয়ে চোটে পড়েন দলের অন্য দুই তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি। তাদের ইনজুরি কতটা গভীর সে ব্যাপারে কোচ টমাস টুখেল নিশ্চিত করে কিছু না বললেও, দলে নেইমারকে রাখার ব্যাপারে একমত হয়েছেন তিনি।ম্যাচ শেষে কোচ টুখেল বলেন, ‘আমি জানি না এমবাপ্পে ও কাভানির ইনজুরি কতটা গুরুতর। তারা কি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ফিরবে কিনা, আমি তাও জানি না।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুটা হতাশ কেননা এই মুহূর্তে আমরা শক্তিশালী দল। আর প্রতিটি ইনজুরিই আমার কাছে খুবই বড় বিষয়। আমরা একটি গ্রুপ হয়ে সবসময় খেলতে চাই।’

নেইমার প্রসঙ্গে টুখেল বলেন, ‘নেইমারের বিষয়টা যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। লিওনার্দো (পিএসজির স্পোর্টিং ডিরেক্টর) জানে আমি তাকে দলে রাখতে চাই। তবে আমরা শুধু তার ওপরই নির্ভর নই। পরিস্থিতিটা এখন অনেক ঘোলাটে এবং আমরা এটা শেষ করতে চাই।’

Exit mobile version