অনলাইন ডেস্ক :
চীনকে ছাড়িয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। বুধবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। এর বিপরীতে চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ।
১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরু করার পর এই প্রথমবার ভারত সর্বাধিক জনবহুল দেশের তালিকায় শীর্ষে এলো।
জন্মহার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে চীনের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বেশ কয়েকটি অঞ্চলে দেশটির সরকার জন্মহার বাড়ানোর পরিকল্পনার কথাও ঘোষণা করেছে। কিন্তু এতে তেমন অগ্রগতি অর্জন হয়নি।
২০১১ সাল থেকে আদমশুমারি করা হয়নি বলে ভারতের জনসংখ্যা কত সেই সম্পর্কে সাম্প্রতিক কোনো সরকারি তথ্য নেই। ভারতের এক দশকে একবার আদমশুমারি হয়ে থাকে। সেই হিসেবে ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনভাইরাস মহামারির কারণে তা হয়নি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী, এবং ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।