
অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের রাজপ্রাসাদ নতুন রানির কিছু বিরল ছবি প্রকাশ করেছে। এতে সামরিক পোশাকে, যুদ্ধবিমানে এবং বন্দুক চালাতে দেখা গেছে রানি সিনিনাতলং ভাজিরাপাকদিকে (৩৪)। ছবিগুলো প্রকাশের পরপরই ২৬ আগস্ট ভিজিটরের চাপে ওয়েবসাইট ডাউন হয়ে যায়।
ওয়েবসাইটটিতে ছবির পাশাপাশি রানির জীবনবৃত্তান্তও প্রকাশ করা হয়। রানি ভাজিরাপাকদি বিমান চালনা, নার্স ও দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত।থাই রাজা ভাজিরালংকর্ন (৬৭) গত মে মাসে প্রাক্তন দেহরক্ষী বাহিনীর উপপ্রধান ভাজিরাপাকদিকে বিয়ে করেন। এর দুই মাস পর রানিকে সিনিনাত উপাধি দেন রাজা। এর মাধ্যমে রাজ পরিবারের গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউকে রাজকীয় উপাধি দেওয়া হয়।