
বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এসেছে আলোচিত ‘ওয়ার’ সিনেমার দুর্দান্ত ট্রেলার। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে হৃতিক রোশনকে। হৃতিকের সঙ্গে এই সিনেমায় রীতিমতো যুদ্ধ করেছেন টাইগার শ্রফ। যশরাজ ফিল্মসের ব্যানারে এই প্রথম হৃতিক ও টাইগার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
ছবিতে হৃতিক ও টাইগার ছাড়াও দেখা যাবে বাণী কাপুর এবং আশুতোষ রানাকে। ছবিতে হৃতিকের চরিত্রের নাম ‘কবির’। হৃতিক ও টাইগার দু’জনেই ছবিতে এজেন্টের ভূমিকায়, কিন্তু পরবর্তীতে পথভ্রষ্ট হন একজন। তখনই জুনিয়রের উপর দায়িত্ব পরে সিনিয়রকে জব্দ করার। আড়াই মিনিটের ঝলকে বাজিমাত করেছেন হৃতিক ও টাইগার।ছবি সম্পর্কে আগেই সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, যখন ভারতের দু’জন বড় মাপের এবং সেরা অ্যাকশন সুপারস্টার একটি ছবিতে কাজ করেন, উপরন্তু একে অপরের বিপরীতে কাজ করেন তখন প্রয়োজনীয় হয় মানানসই নামে। যা ছবিটাকে বিশাল মাত্রা দেবে। হৃতিক ও টাইগার সামনাসামনি হলে, দর্শক দ্বন্দ্বে পড়বে কাকে ছেড়ে কাকে দেখবে।
উল্লেখ্য, ২০১৮ সেপ্টেম্বরে ‘ওয়ার’ ছবির কাজ শুরু হয় এবং শেষ হয় এই বছর মার্চ ২০১৯। প্রথমে এই ছবির নাম ‘ফাইটার’ রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল পরে ছবির নাম পরিবর্তন করে ‘ওয়ার’ রাখা হয়। তামিল ও তেলুগু ভাষায় এই ছবিটি ডাবিং করা হয়। ছবিটির অ্যাকশন পরিচালনা করেছে কোরিয়া ও নিউইয়র্কের অ্যাকশন ডিরেক্টররা।