অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের আগে বেশ ভালো প্রস্তুতির সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এশিয়া কাপের পরপরই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা। এর তিন দিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই দিন অনুশীলন ম্যাচ হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
আর টেস্ট সিরিজটি হবে বিশ্বকাপ শেষে। আগামী ২১ নভেম্বর আসবে কিউই টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।
সূচি :
১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড
২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)
২১ নভেম্বর- নিউজিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।
২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনো ঠিক হয়নি)
২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)
৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.