কুষ্টিয়ার ভেড়ামারায় অনিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারে দাবিতে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ

ভেড়ামারা প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বাবর আলী সুপার মার্কেটের আমিন গার্মেন্সের কর্মচারি আবির হোসেন অনিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারে পুলিশের উদাসীনতা ও নির্লিপ্ততার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বেলা ১২টায় ভেড়ামারা প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত অনিকের বাবা আক্তার হোসেন দাবী করেন, ৯দিন অতিবাহিত হলেও অনিক হত্যাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারিনি পুলিশ। হত্যাকারীদের ধরতে পুলিশ গড়িমসি করছে তাই অনিক হত্যাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। অন্যদিকে সকাল ১১টায় অনিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল করেছে দোকান কর্মচারি, এলাকাবাসী ও বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীরা। এসময় ভেড়ামারা শহরের বেশির ভাগ দোকান পাট বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, গত ২০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বাবর আলী সুপার মার্কেটের আমিন গার্মেন্সের কর্মচারি আবির হোসেন অনিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে একই মার্কেটের পাশের দোকানদার আরিফ গার্মেন্সের মালিক আরিফসহ কয়েকজন চিন্নিত সন্ত্রাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *