পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বই, যার যত বই আছে সে তত ধনী —- অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির

কুষ্টিয়া প্রতিনিধি ॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণ গ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় বৃটিশ কাউন্সিলের লাইব্রেরীজ আনলিমিটেড প্রকল্পের উদ্যোগে গতকাল সকালে পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন কুষ্টিয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনছার হোসেন। সভাপতিত্ব করেন গণ গ্রন্থাগার অধিদপ্তরের সহকারি পরিচালক খন্দকার আসিফ মাহতাব।


প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বই। যার যত বই আছে সে তত ধনী। আর যার বই নেই, বইহীন ব্যক্তি সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। বই পড়ুন, জ্ঞানার্জন করুন। বইয়ের বিকল্প বই। তথ্য প্রযুক্তির এই যুগে যে যত বই পড়বে সে তত ভাল করবে।
সবশেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *