কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক রিপন

নিজস্ব প্রতিবেদক :

 

কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন জাগো নিউজের প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুগান্তর প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়। আগামী দুই বছর (২০২৩-২৫) প্রেস ক্লাবের নেতৃত্ব দিবেন তারা।

 

ফলাফলের আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার শাহ আলম তিনি জেলা পরিসংখ্যান কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সুখেন কুমার পাল তিনি কুষ্টিয়া সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

নির্বাচনে সভাপতি আল-মামুন সাগর ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল হক তারিক পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ৫৩ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ বিশ্বাস পেয়েছেন ৪২ ভোট।

 

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মুজিবুল শেখ পেয়েছেন ৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান কুমার পেয়েছেন ৪৬ ভোট।

 

সহ-সভাপতি পদে নুরুন্নবী বাবু পেয়েছেন ৫৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ডাঃ গোলাম মওলা পেয়েছেন ৪১ ভোট।

 

সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু পেয়েছেন ৫১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নাহিদ হাসান তিতাস পেয়েছেন ৪৪ ভোট।

 

যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত পেয়েছেন ৫৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম দোলন পেয়েছেন ৪০ ভোট।

 

কোষাধ্যক্ষ এম লিটনউজ্জামান পেয়েছেন ৪৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট।

 

দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম পেয়েছেন ৫০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী শরিফ মাহমুদ পেয়েছেন ৪৪ ভোট।

 

এচাড়া প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান পেয়েছেন ৫৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ৪০ ভোট।

 

ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন পেয়েছেন ৫৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা পেয়েছেন ৪২ ভোট।

 

কার্যকরী কমিটির ৯টি নির্বাহী সদস্য পদে আনিসুজ্জামান ডাবলু ৫৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন। নুরুল কাদের ৫২ ভোট, পি.এম সিরাজুল ইসলাম ৫২ পাওয়ায় টসের মাধ্যমে নুরুল কাদের ২য় হয়েছেন। আবদুর রশীদ চৌধুরী ৫১ ভোট, এস এম রাশেদ ৪৯ ভোট, দেলোয়ার মানিক ৪৮ ভোট, আব্দুল জিহাদ ৪৮ ভোট দুজনেই একই ভোট পাওয়ায় টসে দেলোয়ার মানিক ৬ষ্ঠ হয়েছেন। খালিদ হাসান সিপাই ৪৭ ভোট, মোহাম্মদ আলী জোয়ার্দ্দার ৪৭ ভোট, এ ফলাফলেও দুজনের ভোট একই হওয়ায় টসে খালিদ হাসান সিপাই ৮ম হয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফলে জানা যায় একটি ভোট বাতিল বলে গন্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *