Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক :

 

এ বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামীকাল শনিবার। এর আগে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল। চলতি বছরে এটি দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ।  

 

শনিবার (১৪ অক্টোবর) আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বিকেল ৪টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে।
গ্রহণ ছেড়ে যাবে রাত ২টা ২৫ মিনিটে।

 

বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে।

 

দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ।

 

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ।

Exit mobile version