কুষ্টিয়া প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টায় কালেক্টরেট চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। পরে সেখান থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এ সময় কুষ্টিয়া বিআরটিএর সহকারী পরিচালক আতিকুল আলম, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বক্তব্য রাখেন।বক্তারা সড়ক নিরাপদ রাখতে জনসচেতনতা বাড়ানোর ওপর তাগিদ দেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.