অনলাইন ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। এ প্রতিযোগিতায় আর্জেন্টাইন এই তারকা পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেকে। গত আসরে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সেরা ফরোয়ার্ড হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়।