Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়াল

অনলাইন ডেস্ক :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৫ নভেম্বর আবেদনের সময়সীমা থাকলেও অনেক সংস্থা আবেদন না করায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

আজ সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করা ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওই সময়ে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর রবিবার বিকেল ৪টার মধ্যে আবেদন করতে পারবেন। 
পর্যবেক্ষক আবেদন দাখিল সংক্রান্ত আগের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে। 

এদিকে সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং, ছাড়পত্র, বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

সভায় প্রতিনিধি পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 

এ ছাড়া প্রতিনিধি পাঠাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকেও চিঠি পাঠানো হয়েছে।

Exit mobile version