যুবদল নেতা পিন্টুর উপরে সন্ত্রাসী হামলা, জেলা বিএনপির নিন্দা

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতীবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদোষী সুত্রে জানা যায়, কুষ্টিয়া বড় জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বের হওয়ার সময় মসজিদ গেটে ছুরি, হাতুরীসহ দেশীয় অস্ত্রসস্ত্র পিন্টুর উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় মসজিদের মুসল্লি ও স্থানীয়রা একজন সন্ত্রাসীকে ধরে পুলিশে সপর্দ করে। এদিকে হামলায় গুরুতর আহত পিন্টুকে দ্রুত প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

হাসপাতাল সুত্রে জানা যায়, হামলায় হাতুরীর আঘাতে পিন্টুর মাথায় বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। এদিকে হামলার ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। নেতৃদ্বয় বলেন, সন্ত্রাসীরা হত্যার উদ্যেশে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘছিয়েছে। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেইসাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *