Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রমজান শুরুর তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক :

 

২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা। জ্যোতির্বিজ্ঞানের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৪ সালের ১১ মার্চ শুরু হবে পবিত্র রমজান। গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে।২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

 

এর আগে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, দেশটিতে রমজান শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ।আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।
 

আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। তিনি আরো জানান, ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

 

রমজান, ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস, অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রাখে, কারণ এটি সেই সময়টিকে চিহ্নিত করে যখন কোরআন নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে অবতীর্ণ হয়েছিল। এই পবিত্র মাসটি, রোজা, দান এবং দোয়া দ্বারা চিহ্নিত, ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। প্রাপ্তবয়স্ক মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসে নিয়োজিত থাকে, যা ভক্তি ও আত্মশৃঙ্খলা প্রতিফলিত করে।
Exit mobile version