Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পাক-চীন সীমান্তে মোতায়েন করবে ভারত s-400 ক্ষেপণাস্ত্র পেলেই

অনলাইন ডেস্ক : কাশ্মীর ইস্যুতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। সীমান্তে ক্রমশ ঠান্ডা মাথায় ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের অভিযোগ, পেছনে থেকে পাকিস্তানকে ইন্ধন দিয়ে যাচ্ছে চীন। 

এদিকে চীন এবং পাকিস্তানকে রুখতে রাশিয়ার সঙ্গে বড়সড় প্রতিরক্ষা চুক্তি করে ভারত। দুই দেশের মধ্যে কয়েক শ’ কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক রাশিয়ান মিসাইল সিস্টেম S-400, অ্যাটাক হেলিকপ্টার এবং সাবমেরিন পাচ্ছে ভারত।

প্রসঙ্গত, চীন ও পাকিস্তান থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে ও নিজেদের আকাশসীমাকে নিরাপদ রাখতে বেশ কিছুদিন ধরেই অত্যাধুনিক ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে ইচ্ছুক ছিল ভারত। চুক্তি অনুযায়ী, রাশিয়া থেকে পাঁচটি এই সিস্টেম পাচ্ছে ভারত। 

অত্যাধুনিক সিস্টেম প্রত্যেকটি হাতে পাওয়া মাত্র সেগুলোকে চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করবে ভারত। এজন্যে যত দ্রুত সম্ভব এই অত্যাধুনিক সিস্টেম হাতে পেতে সেই চেষ্টা করছে ভারত। সূত্র: কলকাতা২৪

Exit mobile version