Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাঠে নামছেন সাড়ে ৬শ বিচারিক ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে শুক্রবার (৫ জানুয়ারি) মাঠে নামছেন সাড়ে ৬শ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবেন।

 

এ বিষয়ে আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার বলেছেন, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে ৬৫৩ জন। গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা। এই দণ্ডগুলো একটু বেশি, ৩ থেকে ৭ বছর আছে।

Exit mobile version